হাবিপ্রবির অনার্স প্রথম বর্ষের ভর্তির আবেদন শুরু


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-18 17:35:04 BdST | Updated: 2024-05-22 01:23:05 BdST

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।

আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন অথবা মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (উইইখ) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবার ৮টি অনুষদের অধীনে ১৯টি কোর্সে মোট ১৯৯৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসআর/ ১৮ সেপ্টেম্বর ২০১৭