বেরোবির ভর্তির আবেদন শুরু


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-20 16:52:40 BdST | Updated: 2024-05-22 03:29:12 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) প্রথম প্রহর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার প্রথম প্রহর থেকেই শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১০ নভেম্বর পর্যন্ত।

আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ছয়টি অনুষদের ২১টি বিভাগের মোট ১৩শ ১৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছুরা এ বছর ভর্তি যুদ্ধে অংশ নেবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে ভর্তি আবেদনের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

টিআই/ ২০ সেপ্টেম্বর ২০১৭