মানব ডাস্টবিন সেজে ববি শিক্ষার্থীর প্রতিবাদ


Desk report | Published: 2021-12-29 10:15:47 BdST | Updated: 2024-05-21 18:55:37 BdST

পাঞ্জাবি ও জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন একজন তরুণ। গায়ে পিন দিয়ে ঝুলানো বিভিন্ন খাবারের খালি প্যাকেট। দূর থেকে দেখলে মনে হবে আস্ত একটি ‘মানব দোকান’ দাঁড়ানো। বলছি ইয়াসিন আলমের কথা। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

ইয়াসিন ক্যাম্পাসে যেখানে-সেখানে ময়লা ফেলানোর প্রতিবাদস্বরূপ গায়ে খাবারের প্যাটেক ঝুলিয়ে রেখেছেন। পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান করে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুপুর ১২টা পর্যন্ত তিনি এই কর্মসূচি পালন করেন।

এবিষয়ে ইয়াসিন আলম বলেন, ‘এটি মূলত সচেতনতামূলক প্রদর্শনী, যেখানে আমি বোঝাতে চেয়েছি আমার শরীরটা হলো ক্যাম্পাস এবং ময়লাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে আমরাই ফেলছি।’

‘আমার উদ্দেশ্য ছিল যাতে এর মাধ্যমে আমরা শিক্ষার্থীরাও একটু সচেতন হই, পাশাপাশি প্রশাসনও পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে’, বলেন তিনি।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘ডাস্টবিন বিষয়ে সব ফরমালিটি সম্পূর্ণ হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু হবে। এছাড়াও, বরিশাল সিটি করপোরেশনের সাথে প্রশাসনের কথা হয়েছে, তাদের পরিচ্ছন্নতাকর্মী সপ্তাহে দুইদিন ক্যাম্পাসের ডাস্টবিন থেকে ময়লা নিয়ে যাবে।’