বঙ্গবন্ধুকে জানা মানেই হলো মুক্তিযুদ্ধকে জানা: ইবি উপাচার্য


সোহান সিদ্দিকী | Published: 2022-03-16 04:08:19 BdST | Updated: 2024-04-19 12:46:58 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, 'জাতির জনককে জানা মানেই হলো এক মহান ব্যক্তিত্বকে জানা, আমাদের মুক্তিযুদ্ধকে জানা, সংগ্রামের একেবারে মূর্ত প্রতীককে জানা। আন্দোলন, মানুষের অধিকার, সভ্যতা সংস্কৃতি এসব জানা।'

মঙ্গলবার (১৫ মার্চ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আগামীর যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তার মূর্ত নির্ভার হলেন নতুন প্রজন্ম। তোমরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন আমরা নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাই।

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ এগিয়ে যাবে তার সোনালী স্বপ্নের দিকে। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা।

জানা গেছে, তিন ক্যাটাগরিতে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু শ্রেণি হতে ২য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের ‘গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য’, তৃতীয় শ্রেণি হতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ‘নদী মাতৃক বাংলাদেশ’ এবং ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ ও ১৭ মার্চ কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান প্রমুখ।