বেরোবির ক্যাফেটেরিয়া চালু হচ্ছে নভেম্বরে


বেরোবি টাইমস | Published: 2017-10-04 14:41:29 BdST | Updated: 2024-05-22 09:14:23 BdST

নির্মাণের সাড়ে তিন বছর পর আগামী ১ নভেম্বর চালু হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাফেটেরিয়ার ইজারা প্রদানের জন্য ইতোমধ্যেই প্রকৃত হোটেল, রেস্টুরেন্ট ব্যবসায়ীদের কাছে দরপত্র আহবান করেছে ক্যাফেটেরিয়া পরিচালনা কমিটি। ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ক্যাফেটেরিয়া ইজারা নিতে আগ্রহীদেরকে আগামী ১৬ অক্টোবরের মধ্যে দরপত্র গ্রহণ ও জমা দিতে বলা হয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর ক্যাফেটেরিয়া চালুর সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাফেটেরিয়া ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সদরুল ইসলাম বলেন, ক্যাফেটেরিয়া চালুকরণে বেশ কিছু প্রতিবন্ধকতা ছিল। আমরা সেগুলো অতিক্রম করে দরপত্র আহবান করেছি। আশা করছি, আগামী ১ নভেম্বর ক্যাফেটেরিয়া চালু হবে।

এদিকে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ক্যাফেটেরিয়ার যাবতীয় কাজ সম্পন্ন করে পূর্ণাঙ্গভাবে ব্যবহারের উপযোগী করার জন্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা দপ্তর এবং প্রকৌশল দপ্তরকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ভবনের নির্মাণকাজ শেষ হলেও তা ব্যবহারের জন্য খুলে দেয়া হয়নি।

উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ ক্যাফেটেরিয়া চালুর জন্য জুলাই মাসেই বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার নেতৃত্বে একটি কমিটি করেন। বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে কমিটির সদস্য সচিব ছদরুল ইসলাম সরকার গত ২৬ সেপ্টেম্বর ইজারা দরপত্র আহ্বান করেন।

পিআই/ ০৪ অক্টোবর ২০১৭