বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত


বরিশাল | Published: 2022-06-06 07:27:33 BdST | Updated: 2024-05-21 19:45:26 BdST

ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)গ্রীন ভয়েস শাখার বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত হয়েছে৷ আজ ৫ই জুন,সকাল ৯.৩০এ র‍্যালির মাধ্যমে অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়৷

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে শুরু হয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে এসে শেষ হয়৷রেলিতে অংশগ্রহণ করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো.উজ্জল হোসেন,লোকপ্রশাসন বিভাগের সহকারী চেয়ারম্যান সিরাজিস সাদিক৷

আজ সকাল ১১ টায় পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷গ্রীন ভয়েসের সদস্য মো.রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার বাহাউদ্দিন গোলাপ, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রহিমা নাসরিন, ববি শাখার আহবায়ক,রাব্বি হাসান রানা,উপদেষ্টা শাহবাজ মিয়া শোভন,সদস্য নাইমুল ইসলাম সুজন ৷বক্তরা পরিবেশ রক্ষায় তরূণদের এগিয়ে আসার আহবান রাখেন এবং বেশি বেশি গাছ রোপনে উৎসাহী করেন৷

আলোচনা সভা শেষে,বৃক্ষরোপন কর্মসূচি,পাখির অভয়াশ্রম তৈরি,ডাস্টবিন স্থাপন, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগানোসহ বেশ কিছু ব্যাতিক্রমী কাজ করেছে সংগঠনটি৷

এ বিষয়ে গ্রীন ভয়েসের ববি শাখার উপদেষ্টা শাহবাজ মিয়া শোভন বলেন,পরিবেশ আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ৷ এই সম্পদকে ভালোভাবে ব্যবহার করা র লক্ষ্যে ববি গ্রীন ভয়েস প্রতিবছরের ন্যায়ে এবারও ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে৷আমি মনে করি ক্লিন ক্যাম্পাস ও গ্রীন ক্যাম্পাস হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করবে আজকের এই কার্যক্রম৷।বৃক্ষ- প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ ’।আমরা তরুনরাই লড়বো, সবুজ পৃথিবী গড়বো ইনশাআল্লাহ।