স্বাধীনতার পরে সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু: শেকৃবি উপাচার্য


Desk report | Published: 2022-06-26 20:35:59 BdST | Updated: 2024-04-20 00:39:02 BdST

পদ্মা সেতু নির্মাণ স্বাধীনতার পরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা শেষে একথা বলেন তিনি।

 

এ সময় উপাচার্য আরও বলেন, পদ্মা সেতু ইতিহাসের একটি অনন্য মাইলফলক। এটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের সক্ষমতা ও অহংকারের প্রতীক। পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দূরদর্শী ও সাহসী নেতৃত্বের কারণে।

সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভাযাত্রাটি একাডেমিক ভবন (কৃষি অনুষদ) থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

পরে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ ড. মো. নজরুল ইসলাম, শাখা ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।