বেরোবির চার কর্মকর্তা চাকরিচ্যুত


বেরোবি টাইমস | Published: 2017-10-05 22:00:58 BdST | Updated: 2024-05-22 09:01:43 BdST

অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) মামলায় চার্জশিটভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চার কর্মকর্তার পদোন্নতি স্থগিতসহ সাময়িক চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে তথ্য গোপন করে পদোন্নতি নেয়ার অভিযোগে এক কর্মকর্তার পদাবনতির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে ৫৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সিন্ডিকেট সভায় এ পাঁচ কর্মকর্তার পদোন্নতি দেয়া হয়।

একাধিক সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে, দুদকের মামলায় আদালতে চার্জশিটভুক্ত চার কর্মকর্তাকে সাময়িক চাকরিচ্যুতর সঙ্গে তাদের পদোন্নতি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পদন্নোতি স্থগিত ও সাময়িক বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন- উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মন্ডল, উপ-রেজিস্ট্রার মোরশেদ উল আলম রনি, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এটিজি এম গোলাম ফিরোজ ও সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) শাহ খন্দকার আশরাফুল ইসলাম।

একইসঙ্গে তথ্য গোপন করে পদোন্নতি নেয়ায় মো. জিয়াউল হককে পদাবনতি দেওয়া হয়েছে। তাকে উপ-রেজিস্ট্রার থেকে সহকারী রেজিস্ট্রার পদে অবনমন করা হয়েছে। একইসাথে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৬ জুলাই জাগো নিউজে ‘বেরোবিতে দুর্নীতি মামলায় চার্জশিটভুক্ত ৪ কর্মকর্তার পদোন্নতি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দুদকের রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ মুখ্য বিচারিক হাকিমের আদালতে দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আকবর আলী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ওই চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই দুর্নীতির মাধ্যমে ৩৪৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবদুল করিম ২০১৩ সালে একটি মামলা করেন। ওই চার কর্মকর্তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়াকে ওই মামলায় আসামি করা হয়। সূত্র: জাগো নিউজ।

টিআর/ ০৫ অক্টোবর ২০১৭