জাবিতে মোটরসাইকেলের ধাক্কায় লাইফ সাপোর্টে শিক্ষার্থী


Desk report | Published: 2023-02-03 19:21:22 BdST | Updated: 2025-05-17 08:52:51 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। জাহিদ হাসান ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫১তম ব্যাচ) শিক্ষার্থী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া এলাকা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন জাহিদের তিন–চারজন বন্ধু। বিপরীত দিকের বটতলা এলাকা থেকে যাচ্ছিলেন জাহিদ। পথে মাওলানা ভাসানী হলসংলগ্ন এলাকার সড়কের অপর পাশে বন্ধুদের দেখতে পান তিনি। সড়ক পার হয়ে বন্ধুদের কাছে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।

শিক্ষার্থীরা জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস মাহমুদ। আহত জাহিদকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান তাঁর বন্ধুরা। সেখান থেকে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়। তাৎক্ষণিকভাবে বিভাগের শিক্ষকেরা হাসপাতালে যান। দিবাগত রাত সাড়ে ১২টা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা আইসিইউয়ের সামনে থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কেউ আসেননি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাকিব আহমেদ বলেন, ‘চিকিৎসক আমাদের জানিয়েছেন, জাহিদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মাথার খুলি ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। বর্তমানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয়।’

বিজ্ঞাপন

রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে এসেছি। এই মুহূর্তে আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

এদিকে ক্যাম্পাসে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী আহতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা ৫০ মিনিট) তাঁরা সেখানে অবস্থান করছিলেন।