ইবিতে বিনামূল্যে বিরিয়ানি-ইফতার পাবেন শিক্ষার্থীরা


IU Correspondent | Published: 2023-03-26 05:11:47 BdST | Updated: 2024-03-29 18:44:14 BdST

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনামূল্যে উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার অফিস চলাকালীন হল থেকে আবাসিকতার কার্ড বা আবাসিকতা সংশ্লিষ্ট যেকোনো ডকুমেন্ট জমা দিয়ে শিক্ষার্থীদের টোকেন সংগ্রহ করতে বলা হয়েছে। রোববার (২৬ মার্চ) বিকেল ৫টা থেকে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হবে।

প্রত্যেক শিক্ষার্থীকে বিরিয়ানির সঙ্গে দুই পিস খাসির মাংস, দুই পিস খেজুর, এক পিস জিলাপি ও একটি করে পানির বোতল দেওয়া হবে। খাবার একবারই দেওয়া হবে।

এ বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। হল থেকে আবাসিক শিক্ষার্থীরা বিনামূল্যে টোকেন সংগ্রহ করতে পারবে। খাবারের বিষয়ে সব হলে একই নির্দেশনা দেওয়া হয়েছে।

//