-2023-06-07-19-01-47.jpeg)
যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় গ্রেফতার হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তা আরিফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা আরিফুলের স্ত্রীর দায়ের করা মামলায় তাকে পুলিশ গ্রেফতার করে। যে কারণে তাকে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
উল্লেখ্য, বরখাস্তকালীন আরিফুল রেজিস্ট্রার দফতরের প্রশাসন শাখায় সংযুক্ত করা হয়। এই আদেশ ২০২৩ সালের ৬ জুন পূর্বাহ্ন থেকে কার্যকর হবে।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি আরিফুল ইসলামের সঙ্গে লায়লা আরজুমান বানুর ইসলামী শরিয়ত অনুসারে বিবাহ হয়। সংসার জীবনে প্রায় সময় আসামি আরিফুল ইসলাম স্ত্রী লায়লার বাবার বাড়ি থেকে যৌতুকের পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসতে বলে। লায়লা তার দাবি করা যৌতুকের টাকা দিতে না পারায় এক পর্যায়ে আরিফুল তাকে খাটের উপর ফেলে গলা টিপে শ্বাস রোধে হত্যার চেষ্টা করে।