বাকৃবিতে তথ্য অধিকার আইন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


শাহরিয়ার আমিন | Published: 2017-10-15 00:50:21 BdST | Updated: 2024-12-14 12:47:41 BdST

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়ুথ জার্নালিস্টস ফোরামের আয়োজনে ‘তথ্য অধিকার আইন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী ওই কর্মশালায় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

কর্মশালায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও মো. আব্দুল হাকিম।

এসময় আরোও উপস্থিত ছিলেন ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি তানভির আলাদিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের, ময়মনসিংহ জেলা ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি রকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক আশরাফ সিজেল। কর্মশালায় সমন্বয়কারি হিসেবে ছিলেন অমিত মালাকার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, তথ্য অধিকার আইনটি সবার জন্য। এ আইনের মাধ্যমে একজন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। তথ্য অধিকার আইন সম্পর্কে সকলের সচেতনতার মাধ্যমেই দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব।

এমএস/ ১৪ অক্টোবর ২০১৭