বেরোবিতে আপত্তিকর অবস্থায় বহিরাগত ১২ শিক্ষার্থী আটক


বেরোবি টাইমস | Published: 2017-10-16 16:49:34 BdST | Updated: 2024-05-21 21:11:11 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরিয়াল বডির অভিযানে আপত্তিকর অবস্থায় বহিরাগত ১২ জন ছেলেমেয়েকে আটক করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেছন থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আতিউর রহমান বলেন, গত কয়েকদিন থেকে বিশ্ববিদ্যালয়ের জঙ্গলগুলোতে অপ্রীতিকর ঘটনার গুঞ্জন উঠলে আমরা তা এড়াতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেই। অভিযানের প্রথমদিনেই বহিরাগত ১২ জন ছেলেমেয়েকে হাতে-নাতে ধরে ফেলি। এছাড়াও নিয়মিত অভিযান চলবে এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা জিরো টলারেন্স নীতি মেনে চলবো।

শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার স্থানের বিষয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মসজিদের পেছনের দিকে, শিক্ষক-কর্মকর্তাদের ডরমেটরি, উপাচার্য বাসভবন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের জঙ্গলগুলোতে শিক্ষার্থীদের বসতে নিষেধ করা হয়েছে।

এসজে/ ১৬ অক্টোবর ২০১৭