
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইই) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক ড. মো. সেলিম হোসেন। আগামী ২ বছরের জন্য বিভাগীয় প্রধান হিসেবে কাজ করবেন তিনি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
রুয়েট জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত ২০০৩ সনের ৩২ নং আইনের ২৫(২) ধারা বলে এক আদেশ জারির মাধ্যমে অধ্যাপক সেলিম হোসেন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন। পদাধিকারবলে তিনি এখন থেকে ইইই অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. মো. সেলিম হোসেন দায়িত্বভার গ্রহণ করে ইইই বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
এর আগে, অধ্যাপক সেলিম হোসেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে ৫ (পাঁচ) বছর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে রুয়েটের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, অধ্যাপক সেলিম হোসেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। এরপর তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে রুয়েটের ইইই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।