জবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. আশরাফুল


Desk report | Published: 2023-09-27 16:06:34 BdST | Updated: 2024-09-15 19:54:31 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে তার স্বাক্ষরিত একটি অফিস আদেশও জারি হয়েছে বলে জানান তিনি।

ওহিদুজ্জামান জানান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর ব্যক্তিগত কারণে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (৩) ধারা অনুযায়ী সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। ২৭ সেপ্টেম্বর পূর্বাহ্ন থেকে তা কার্যকর হবে।

বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া আশরাফুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে। আমি আমার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চাই, তারা যেনো তাদের কর্মক্ষেত্রের সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, সে ব্যবস্থা করব। এজন্য সবার সহযোগিতা চাই।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীরের চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ ১৭ সেপ্টেম্বর তিন বছর পূর্ণ হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক পদে অন্য কোনো শিক্ষক কর্মরত না থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর-কে পুনরায় তিন বছরের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।