তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে খেলার সময় ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের মধ্যে প্রথম দফায় মারামারির ঘঠনা ঘটে। পরে লাঠিসোটা, স্টাম্প ও ব্যাট নিয়ে খেলোয়াড়রা ডায়না চত্বর এলাকায় গিয়ে জড়ো হয়। সেখানে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এলোপাতাড়ি লাঠির আঘাতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়। পরবর্তীতে তারা আবারও চিকিৎসাকেন্দ্রে জড়ো হয়। চিকিৎসাকেন্দ্রের মধ্যেই ফের হাতাহাতি শুরু করে তারা।
পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।
বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. খুরশিদা জাহান বলেন, আমাদের কাছে যারা এসেছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম বলেন, ‘মারামারির ঘটনা শুনার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকেও জানানো হয়। আমরা এখন ক্যাম্পাসের মধ্যেই অবস্থান করছি।’