বাকৃবিতে বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটি


Md Likhon Islam | Published: 2024-03-22 10:24:27 BdST | Updated: 2024-04-28 01:40:44 BdST

বাকৃবিতে বৃহত্তর দিনাজপুর জেলা ( দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ) সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২০২৪-২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী ও সাধারণ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আদনান সাঈদ অনিক।

নবগঠিত ওই কমিটিতে সহ-সভাপতি পদে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাছুমা হাবিব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা শাখার উপ-পরিচালক কাজী মাহাবুব চৌধুরী এলাহী, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক মো. জিল্লুর রহমান, ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন, গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. শিরিন আক্তার মনোনীত হয়েছেন।

এছাড়াও এই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি বিভাগ লেকচারার সাদমান সাকিব মীম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রিজভী হক, প্রিয়তা সাহা, মনিরুজ্জামান নিয়ন,শাহানা রহমান কাকন, দপ্তর সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. মাহফুজুল হাসান শাকিল, প্রচার সম্পাদক পদে মনোনীত হয়েছেন , প্রকাশনা সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. নাঈমুজ্জামান নাঈম।

নবগঠিত এই কমিটিতে আরো যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯ জন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনসহ বিভিন্ন পদে বিভিন্ন বর্ষের অনেক শিক্ষার্থী মনোনীত হয়েছেন।