ফিলিস্তিনের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেবে জাবি


Desk report | Published: 2024-05-14 21:40:31 BdST | Updated: 2024-07-27 13:09:34 BdST

প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিলিস্তিনের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তির সুযোগ দেওয়া হবে। মঙ্গলবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে এদিন দুপুর সাড়ে ১২টায় ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের উপপ্রধান জিয়াদ এমএইচ হামাদের সঙ্গে ড. মোহাম্মদ মহিউদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেন।

ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিলিস্তিনের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ দিতে আগ্রহী। তবে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ও ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাতে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিন দূতাবাসের উপপ্রধান জিয়াদ এমএইচ হামাদ এ আগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।