১২ দিনের ছুটিতে হাবিপ্রবি, বন্ধ থাকবে আবাসিক হল


Desk report | Published: 2024-06-10 21:49:50 BdST | Updated: 2024-06-23 08:38:28 BdST

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১১ থেকে ২২ জুন মোট ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ সময় বন্ধ থাকবে প্রতিটি আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল সুপার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ক্যাম্পাস ছুটি থাকাকালীন সময়ে ছাত্র ও শিক্ষক কেন্দ্রও (টিএসসি) বন্ধ থাকবে।

এবিষয়ে অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, ঈদের ছুটি গুলো শিক্ষার্থীদের জন্য পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ তৈরি করে দেয়। শিক্ষার্থীদের মোটরবাইক নিরাপদে চালানোর আহ্বান জানাই যাতে কোন প্রকার দূর্ঘটনা না ঘটে। ছুটি পরবর্তীতে আমরা সুন্দরভাবে আবার ক্লাশ পরীক্ষায় অংশগ্রহণ করবো। শিক্ষার্থীদের পদচারণায় আবার আমাদের ক্যাম্পাস মুখরিত হবে এই আশা করি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অত্যন্ত আন্তরিক। প্রশাসনের পক্ষ থেকে থেকে ইতোমধ্যেই সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ, প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা কর্মীদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে।

তিনি বলেন, আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই তারা যেন তাদের মূল্যবান জিনিসপত্র গুছিয়ে রাখেন অথবা তাদের সাথে নিয়ে যান।

এদিকে সোমবার সকাল থেকেই ক্যাম্পাসের প্রধান গেট ও ১ নং গেইটের সামনে শিক্ষার্থীদের হাতে, কাঁধে ঝোলানো ভারি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দিতে দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, ক্লাস-পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, ল্যাব ইত্যাদির চাপে সবসময় ব্যস্ত থাকতে হয়। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দটা তাই একটু বেশিই।