জাবির সপ্তম সমাবর্তন ফেব্রুয়ারিতে


Desk report | Published: 2024-06-30 10:39:49 BdST | Updated: 2024-07-02 13:56:13 BdST

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। শনিবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ৪১তম সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এ কথা জানান।

 

উপাচার্য বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। আমি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সপ্তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আমি এ আগ্রহ ব্যক্ত করি। তিনি আমাকে সপ্তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণে সদয় সম্মতি দিয়েছেন। আমি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।

এর আগে জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ তেলাওয়াতের মাধ্যমে সিনেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে সিনেটের ৪০তম অধিবেশনের কার্যবিবরণী নিশ্চিতকরণ, ৪০তম বার্ষিক সভার ভার্বেটিম রিপোর্ট অনুমোদন বিবেচনা, ২০২৩-২৪ সালের (সংশোধিত) এবং ২০২৪-২৫ সালের (মূল) রেকারিং বাজেট অনুমোদন ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের খসড়া বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হবে।