রাবির দ্বাদশ সমাবর্তন

'স্থগিত হওয়া সমাবর্তন নভেম্বরে, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়লো'


Abu Saleh Shoeb | Published: 2024-06-29 09:09:49 BdST | Updated: 2024-07-01 13:44:19 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর ও এমবিবিএস ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে অংশ নিতে দ্বিতীয় দফায় রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে। অংশগ্রহণের যোগ্যতাসহ রেজিস্ট্রেশনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আগামী ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষণা অনুযায়ী ২২-৩০ জুনের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার কথা থাকলেও সময়সীমা ১০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে পূর্বে যাঁরা সমাবর্তনে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছিলেন, তাঁদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।

এর আগে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন। কিন্তু বিশেষ কোনো কারণ উল্লেখ না করেই ১ নভেম্বর এক নোটিশের মাধ্যমে সমাবর্তন স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল।