সীমান্তে হত্যাকাণ্ড ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রাবিতে বিক্ষোভ মিছিল


Rajshahi University | Published: 2024-09-10 15:07:27 BdST | Updated: 2024-09-18 19:23:21 BdST

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমারসহ সীমান্ত লাগাতার হত্যাকাণ্ডের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা।

এসময়, "দিল্লির দাদাগিরি মানি না মানব না", "সীমান্তে লাশ কেন, কসাই মুদি জবাব দে", সীমান্তে মানুষ মরে বিজিবি কি করে? "ফেলানী থেকে স্বর্ণা দাস, সীমান্তে আর কত লাশ?" "দিল্লির আগ্রাসন, জনগণ রুখে দাও", "জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো", "ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও", "অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন" এমনসব স্লোগান দিতে শোনা যায়।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ভারত বর্ডারে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে। আবার যদি দাঁড়াতে হয় সারাদেশের শিক্ষক সমাজ, শিক্ষার্থী সমাজ আবার রুখে দাড়াবে। ভারতের চামচারা তাদের বন্ধুত্বের নমুনা দিচ্ছে। ভারতকে হাজার টন ইলিশ পাঠাই আর ওরা আমাদের ফেলানী, স্বর্ণা, জয়ন্তর মতো লাশ উপহার দিয়েছে। এতদিন পর্যন্ত যত হত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে।

মানববন্ধনে রাষ্টবিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল বলেন, ভারতীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং কে আমরা বলতে চাই আপনি আপনার নিজের চর্কায় তেল দিন। আপনি নিজেই নিজ দেশকে বাঁচান। বাংলাদেশকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বাংলাদেশে যদি আর একটা বুলেট ছুরা হয় তাহলে আমরা ১০টা বুলেট ছুড়বো।

অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, ভারত সীমান্তে যে হত্যাকান্ডগুলো হচ্ছে তা পৃথিবীর আর কোথায় হয়না। দিল্লি না ঢাকা শ্লোগান আমাদের জন্য অবমাননাকর। আমরা ঢাকা কে দিল্লির সাথে তুলনা করতে চাইনা। এখন বাংলাদেশ আর সেই পর্যায়ে নেই। ব্যাক্তির সাথে ব্যাক্তির বন্ধুত্ব চাইনা, আমরা দেশের সাথে বন্ধুত্ব চাই। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে এ হত্যার সুষ্ঠু বিচার করা হোক।

এ সময় মানববন্ধনে শিক্ষকসহ চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে ‘শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে আয়োজিত এক সমাবেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।