ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব লালমাই ও সদর দক্ষিণ (লোহিতগিরি)-এর নবনির্বাচিত সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন রাব্বি ও শাকিল আহম্মেদ।এবছর লোহিতগিরি -২০২৪ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে।
নির্বাচন নিয়ে জানতে চাইলে সংগঠনের সদস্য আফজাল হোসেন জানান, সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়।এরই ধারাবাহিকতায় আমরা আমাদের যোগ্য নেতৃত্ব বের করে আনব এবং আমাদের এই গনতান্ত্রিক উপায় অব্যাহত থাকবে।
নির্বাচন কমিটিটিতে কমিশনার হিসেবে কাজ করেন ওমর সজিব, শরীফ হোসাইন, আব্দুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ ইউনূস।
মারুফ এবং শাকিল দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিকস ইন্সটিটিউট এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। সভাপতি মারুফ এর গ্রামের নাম - উন্দানিয়া, ইউনিয়ন -বেলঘর উত্তর এবং শাকিলের গ্রামের নাম-চন্দ্রপুর, ইউনিয়ন -ভূলইন উত্তর ইউনিয়ন।
লোহিতগিরি - এসোসিয়েশন টি বিগত বছরগুলোয় লালমাই ও সদর দক্ষিণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে আসছে,উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন করে থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লালমাই এবং সদর দক্ষিণের নাম উজ্জ্বল করার জন্য সকল ধরনের পরিকল্পনার বাস্তবায়ন করছে।