ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন


Shakib Aslam | Published: 2024-12-11 23:28:34 BdST | Updated: 2025-01-19 23:44:05 BdST

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’ প্রতিপাদ্য-কে সামনে রেখে আইন বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সমবেত হয়। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার, অধ্যাপক ড. হালিমা খাতুন ও সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুনসহ বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল উপস্থিত হন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা শুধু বুলি দিয়ে জাতিকে সান্ত্বনা দিয়ে মানবাধিকার ফিরিয়ে দেওয়া যায় না। বরং মানবাধিকারের সংজ্ঞা এবং প্রয়োগের বিষয়টি যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রয়োগ হয়।

এসময় আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই মানবাধিকার দিবস পালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানুষের সহজাত ও অ-হস্তান্তরযোগ্য যে অধিকার রয়েছে সেই অধিকারটুকু সমুন্নত রাখতে প্রতিবছর দিবসের মাধ্যমে বার্তা দেয়া হয়। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে অনায়াসে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। প্রতিটি মানুষ ও ব্যক্তির অধিকারকে সমুন্নত রাখতে এবং কার্যকরী পদক্ষেপ নিতে আমাদের আইন বিভাগ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারের প্রতি প্রত্যাশা রাখি।