
সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী মো. আবদুল করিম অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেশনাল প্রোগ্রাম মাস্টার অব ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি স্টাডিজ (এমডিপিএস) ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর শিক্ষার্থী নম্বর এমডিপিএস-২৫১৫১৮।
বুধবার (৭ মে) সকাল ৯টার দিকে তালা উপজেলার মাগুরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, পাওনা টাকা পরিশোধ করতে নিজ এলাকায় যাচ্ছিলেন আবদুল করিম। পথিমধ্যে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবদুল করিমের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে খুলনা বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, “আমরা আমাদের শিক্ষার্থী আবদুল করিমের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।”
সহপাঠীরা জানান, আবদুল করিম ছিলেন ভদ্র, মেধাবী ও সহানুভূতিশীল একজন শিক্ষার্থী। তাঁর মৃত্যুতে ব্যাচজুড়ে শোকের আবহ বিরাজ করছে।