
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে মিছিল বের করেন তাঁরা। এরপর মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নো মোর’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর’- এমন স্লোগান দেন তারা।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘আজ আমাদের বিজয়ের দিন। বাংলাদেশে আবার যদি আওয়ামী লীগের মতো কোনো দল হায়না হয়ে ওঠার চেষ্টা করে, তবে বাংলাদেশের জনগণ তাদের উচ্ছেদ করবে। অন্তর্বর্তী সরকার বলেছে, ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করবেন। আমরা জানাতে চাই, ৩০ দিন যেন ৩১ দিন না হয়। ৩০ দিনের মধ্যেই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। যারা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের সবার বিচার করতে হবে।’
রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘আওয়ামী লীগ ১৭ বছরে যে ফ্যাসিবাদ করেছে, তারা এ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগের নিষিদ্ধের খুশিতে সারা বাংলাদেশে আজ বিজয় মিছিল বের হয়েছে। এখনও যেসব দালালের বিচার করা হয়নি, তাদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যেসব দালাল শিক্ষক শ্রেণিকক্ষে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করে, তাদের শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করবে। সিপিপি, বাসদ, জাসদসহ সকল প্রকার দালাল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।’