আবাসন ভাতাসহ ৩ দাবিতে জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা


জবি প্রতিনিধি | Published: 2025-05-13 23:13:25 BdST | Updated: 2025-05-19 06:23:53 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ‘লং মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তাদের প্রধান তিনটি দাবি হলো: শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ আবাসন ভাতা, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়ন।

মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে 'জবি ঐক্য' প্ল্যাটফর্মের পক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন নওশীন জয়া। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে 'জবি ঐক্য' গঠিত হয়েছে।

বিজ্ঞাপন

নওশীন জয়া বলেন, ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেন—৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা ও ৩০৫ কোটি টাকার বাজেট কাটছাঁট না করার আহ্বান জানান। তবে ইউজিসি স্পষ্ট করে জানায়, তারা এসব দাবিতে পদক্ষেপ নিতে পারছে না। এ অবস্থায় আগামীকাল সকাল ১১টায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে।

শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেও, বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করেছে। তাই ‘জবি ঐক্য’ ও শিক্ষকদের সমর্থনে এই লং মার্চের ডাক দেওয়া হয়েছে।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ইউজিসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হয়েছে। তিনি বলেন, "পরশু নয়, আগামীকালই আমরা অধিকার আদায়ের লক্ষ্যে যাত্রা করছি এবং দাবি মানা না হলে যমুনাব কাছেই অবস্থান কর্মসূচি চলবে।"

তিনি আরও জানান, কাল শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা থাকবে এবং সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়সাল মুরাদ এবং ইসলামী আন্দোলনের শাখা সেক্রেটারি আশিকুর রহমান।

আন্দোলনকারীদের তিন দফা দাবিগুলো হলো:

১. ২০২৫-২৬ অর্থবছর থেকে জবি শিক্ষার্থীদের ৭০ শতাংশকে আবাসন ভাতা দিতে হবে, যতদিন না পর্যন্ত আবাসনের স্থায়ী ব্যবস্থা নিশ্চিত হচ্ছে।

২. বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণ বাজেট বিনা কর্তনে অনুমোদন করতে হবে।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।