বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৫ নভেম্বর


টাইমস প্রতিবেদক | Published: 2018-07-14 14:20:00 BdST | Updated: 2024-04-26 12:23:45 BdST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫ থেকে ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বেরোবি রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৫ থেকে ২৯ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

তবে এ বছরের ভর্তি পরীক্ষায় কোনো পরিবর্তন থাকছে কিনা এবং ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি খুব শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

এমআর/ ১৪ জুলাই ২০১৮