২০২৫-২৬ অর্থ বছরে শিক্ষা খাতে সাড়ে ৯৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক, ঢাকা | Published: 2025-04-23 22:41:35 BdST | Updated: 2025-05-08 01:42:30 BdST

২০২৫-২৬ অর্থ বছরের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট প্রায় ৯৫,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৬০,০০০ কোটি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রায় ৩৫,৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাবিত। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে এই দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৯৪,৭১০ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে ২৩ এপ্রিল, বুধবার এ তথ্য জানা গেছে। প্রস্তাবিত বাজেটের মধ্যে উন্নয়ন খাতের জন্য ৩২,০১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘প্রতিটি মন্ত্রণালয় তাদের প্রয়োজন অনুযায়ী বরাদ্দের প্রস্তাব করে, তবে চাহিদা অনুযায়ী সব সময় বরাদ্দ দেওয়া সম্ভব হয় না। শিক্ষা আমাদের মৌলিক অধিকার হওয়ায় এ খাতে বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হয়।’

প্রস্তাবিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৭,৫৬৪ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয়ের জন্য ৩০,৪৫০.৯৫ কোটি এবং উন্নয়ন খাতের জন্য ১৭,১১৪.০৫ কোটি টাকা প্রস্তাবিত।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১২,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে পরিচালন ব্যয় ৯,০০০ কোটি এবং উন্নয়নের জন্য ৩,৫০০ কোটি টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ মন্ত্রণালয়ের জন্য ৩৫,৪০৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ২৪,০০৪.৮৪ কোটি এবং উন্নয়ন খাতের জন্য ১১,৩৯৮.১৬ কোটি টাকা প্রস্তাবিত।

বিজ্ঞাপন

পূর্ববর্তী অর্থ বছরগুলোতে সামগ্রিক বাজেট বৃদ্ধি পেলেও এবার তা কিছুটা কমানোর প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে সামগ্রিক বাজেট ছিল ৭.৯৭ লাখ কোটি টাকা, যেখানে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট ৭.৯০ লাখ কোটি টাকা।