রংপুরের পথে পথে ছাত্রলীগ নেতা ফেরদৌসকে ফুলেল শুভেচ্ছা


ডেস্ক রিপোর্ট | Published: 2019-06-10 08:01:23 BdST | Updated: 2024-04-27 14:22:23 BdST

বাংলাদেশ ছাত্রলীগের নব-গঠিত কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ফেরদৌস আলম। ঈদ উপলক্ষে নিজ এলাকায় গিয়ে ছাত্র-জনতার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এ ছাত্রনেতা। খোঁজ নিয়ে জানা যায়, মিঠাপুকুর থেকে কেন্দ্রীয় ছাত্রলীগে এ যাবৎকালে পাওয়া তিনিই সর্বোচ্চ পদধারী।

নিজস্ব ব্যক্তিত্বের মাধ্যমে ইতিমধ্যে বিনয়ী, তৃণমূলবান্ধব, দিলখোলা ও স্পস্টভাষী হিসাবে সারাদেশে পরিচিতি পেয়েছেন জনপ্রিয় এ ছাত্রনেতা। পদ প্রাপ্তির পর প্রথমবার নিজ এলাকা রংপুরে গেলে তাকে সাদরে গ্রহণ করে রংপুরবাসী। দল-মত নির্বিশেষে দূরদূরান্ত থেকে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় রংপুরের বিভিন্ন পেশা-শ্রেণীর মানুষ।

এ প্রসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আরমান শাহ উল্লাস বলেন, 'আমার ৬ বছরের সক্রিয় রাজনৈতিক জীবনে অনেক কেন্দ্রীয় নেতা দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু ফেরদৌস ভাইয়ের মত এত বিনয়ী ও নিরেট ভদ্রলোক দেখিনি।'

রংপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন বলেন, 'ফেরদৌস একজন সম্ভাবনাময়ী ছাত্রনেতা। তার ইস্পাত-দৃর ব্যক্তিত্বের কারণে রাজনীতিতে সে ভাল করবে।'

রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিস বলেন, 'ফেরদৌস এর আচার-ব্যবহার দেখে আমাদের মত তৃণমূল নেতাকর্মীরা মুগ্ধ। ছাত্রনেতাদের এমনই হওয়া উচিত।'

এ প্রসঙ্গে ফেরদৌস এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ' ছাত্রলীগের প্রতিটি পদ দেশরত্ন শেখ হাসিনার আমানত। আর ছাত্রলীগের প্রাণ তৃণমূলের নেতাকর্মীরা। আমি চেষ্টা করি তাদের প্রাপ্য সম্মান দেয়ার জন্য।'

বিপুল শুভেচ্ছা পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'মানুষ হয়ত আমাকে ভালোবাসে, তাই শুভেচ্ছা জানাতে আসে।'

ভবিষ্যতেও তৃণমূলের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন এ ছাত্রনেতা।

তাকে ফুলেল শুভেচ্ছা জানায় রংপুর জেলা, রংপুর মহানগর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের রংপুর বিভাগীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, মিঠাপুকুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতাকর্মীবৃন্দ।