বাসচাপায় ইডেন কলেজের ছাত্রীসহ দুজন নিহত


টাইমস প্রতিবেদক | Published: 2017-12-11 02:46:11 BdST | Updated: 2024-09-15 20:16:43 BdST

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় বাসচাপায় ইডেন কলেজের এক ছাত্রী ও তাঁর দুলাভাই নিহত হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন আহত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা মানিক (৩০) ও তাঁর শ্যালিকা সিরাজগঞ্জ সদরের জগতগাতি গ্রামের বাসিন্দা ঢাকার ইডেন কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী স্বর্ণা খাতুন (২০)। আহত হন নিহত মানিকের স্ত্রী তানিয়া খাতুন (২৪)। তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি কড্ডা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভরব্রিজ এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মানিক ও তাঁর শ্যালিকা মারা যান। গুরুতর আহত হন মানিকের স্ত্রী তানিয়া খাতুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত তানিয়াকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএস/ ১০ ডিসেম্বর ২০১৭