চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা


চট্টগ্রাম টাইমস | Published: 2017-10-06 20:21:54 BdST | Updated: 2024-09-10 15:55:51 BdST

চট্টগ্রাম নগর ছাত্রলীগের এক নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুদীপ্ত বিশ্বাস (২৫) নগর ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকার বাবুল বিশ্বাসের ছেলে।

শুক্রবার (০৬ অক্টোবর) সকাল ৮টার দিকে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানান, সকালে সুদীপ্তকে বাসা থেকে কয়েকজন যুবক ডেকে নিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা সুদীপ্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

এসএম/ ০৬ অক্টোবর ২০১৭