নির্বাচন বাতিলের দাবি

উইলস লিটল স্কুল-কলেজের নির্বাচনে বিজয়ী ১৪ প্রতিনিধি


স্কুল টাইমস | Published: 2017-10-08 15:58:16 BdST | Updated: 2024-05-20 21:51:13 BdST

রাজধানীর উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। মোট সাড়ে ছয় হাজার ভোটারের মধ্যে ২৩ শতাংশ ভোট পড়েছে। ভোট গ্রহণ শেষে শনিবার (০৭ অক্টোবর) রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রিজাইডিং অফিসার কাজী হাফিছ উদ্দিন বলেন, উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজে প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। কলেজ শাখায় দুই জন বিজয়ীর মধ্যে ৮৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোজ্জামেল হক। ২য় অবস্থানে রয়েছেন শফিক হাওলাদার। তিনি ৭৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে মাধ্যমিক শাখায় ৪১১ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. সরোয়ার এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন মো. শফিকুর রহমান। তিনি ৩৯৭ ভোট পেয়েছেন। প্রাথমিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আশিকুর রহমান নাদিম বিজয়ী হয়েছেন।

প্রিজাইডিং অফিসার বলেন, কলেজ শাখায় শিক্ষক প্রতিনিধির তালিকায় প্রথম হয়েছেন আসিফ রহমান (২৪ ভোট), ২য় হয়েছেন এইচ এম গিয়াসউদ্দিন (১৬ ভোট) ও ৩য় স্থানে রয়েছেন মো. ইব্রাহিম (১৪ ভোট)।
মাধ্যমিকে বিজয়ী শিক্ষক প্রতিনিধিদের মধ্যে ১ম অবস্থানে উত্তম কুমার (৮৮ ভোট), ২য় এস এইচ এম মাসুদ (৭০) এবং ৩য় অবস্থানে রয়েছেন মো. রফিকুল ইসলাম (৫২ ভোট)।

অন্যদিকে সংরক্ষিত মহিলা আসনে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ১ম অবস্থানে শ্যামলী হোসেন (১১৯ ভোট), ২য় হেলেনা আক্তার (৪১০ ভোট) এবং ৩য় অবস্থানে ফাহমিদা আক্তার (১৭৫ ভোট) রয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। একযোগে ইংলিশ-বাংলা ভার্সনে নির্বাচন আয়োজন করা হয়। এতে অভিভাবক শিক্ষক মিলে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন বাতিলের দাবি তুলেছেন উইলস পরিবারের সদস্যরা। শনিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স এসোনিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি তোলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক মনিরুল ইসলাম (আকাশ) বলেন, উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজের নির্বাচন নিয়ে নানামুখী চক্রান্ত চলছে। এ স্কুলে ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে পাঠদান কার্যক্রম পরিচালিত হলেও শুধুমাত্র বাংলা-ইংরেজি মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইংরেজি ভার্সনে অভিভাবক প্রতিনিধি জরুরি হলেও সেখানে নির্বাচন আয়োজন করা হচ্ছে না।

বলা হয়, এ প্রতিষ্ঠানে সর্বশেষ ২০০৩ সালে গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৪ বছরে নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। বিশেষ কমিটি ও এডহক কমিটি দিয়ে স্কুলটি পরিচালিত হচ্ছে। ফলে স্কুলে লেখাপড়ার মান নিচে মেনে যাচ্ছে। এ সুযোগে প্রতিষ্ঠান পরিচালকরা নানা দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ছেন। এমন অবস্থায় সচেতন অভিভাবক মহল স্কুলে বডির নির্বাচন দেয়ার দাবি তোলেন।

উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে মো. মনিরুল ইসলাম আকাশ বলেন, সব মাধ্যমে নির্বাচন আয়োজন করা হলেও ইংলিশ মিডিয়ামে নির্বাচন আয়োজন করা হচ্ছে না। এতে করে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ কারণে ৭ অক্টোবর আয়োজিত নির্বাচন বাতিল করে নতুন ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। নতুন ভোটার তালিকার ভিত্তিতে একযোগে বাংলা-ইংরেজি ভার্সন ও ইংলিশ মিডিয়ামে নির্বাচন আয়োজনের দাবিও জানান তারা।

টিআর/ ০৮ অক্টোবর ২০১৭