এসএসসি : গণিতে পরীক্ষকসহ বহিষ্কার ১১৯, অনুপস্থিত ৩৫ হাজার


Desk report | Published: 2023-05-10 00:32:22 BdST | Updated: 2024-12-10 23:36:37 BdST

সারাদেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার পঞ্চম দিন গণিত পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ৩৫ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ২৩ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আজ ১১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩জন পরীক্ষক বহিষ্কার হয়েছে। যা চলতি বছর পরীক্ষা শুরুর পর সর্বোচ্চ দ্বিতীয়।

আন্তঃশিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, আজ ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছিল গণিত পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৯টি বোর্ডের অধীনের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন পরীক্ষায় ঢাকা বোর্ডের ৫ হাজার ১১৭ জন, রাজশাহী বোর্ডের ২ হাজার ১৬ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৩৮৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯০৩ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৮৩৯ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১৬৫ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪১ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ১২৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া বহিষ্কার হয়েছে ১১৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের ৭৫জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। তাদের মধ্যে ঢাকা বোর্ডে ২২, রাজশাহীতে ২ জন, চট্টগ্রামে ৩, বরিশালে ৭, সিলেটে ১, দিনাজপুরে ১২, কুমিল্লায় ২১ ও ময়মনসিংহ বোর্ডে ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। একইসঙ্গে ৩জন পরীক্ষকও বহিষ্কার হয়েছেন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজ অনুপস্থিত ছিল ১২ হাজার ৪৮৭ জন, বহিষ্কার হয়েছে ১২ পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ছিল ৪ দশমিক ৮২ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৩ হাজার ৬০৪ জন অনুপস্থিত ও বহিষ্কার হয়েছে ২৯ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৯৯ শতাংশ।

আগামীকাল বুধবার ৯টি সাধারণ বোর্ডের এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।