শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গায় মাধ্যমিকের ক্লাস-পরীক্ষা বন্ধ


Desk report | Published: 2024-01-18 13:08:03 BdST | Updated: 2024-09-12 21:27:10 BdST

শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পূর্ব ঘোষণা অনুসারে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

গতকাল বুধবার মধ্যরাত থেকে জেলায় বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার ভোর থেকে চুয়াডাঙ্গা সদর এলাকাতেও বৃষ্টিপাত শুরু হয়। কিছু সময় মুষলধারে বৃষ্টি হয়। এরপর আবারও কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৫টা ৫০ মিনিট থেকে চুয়াডাঙ্গা সদর এলাকায় বৃষ্টিপাত শুরু হয়, যা অব্যাহত রয়েছে। তাপমাত্রা কম এবং বৃষ্টি অব্যাহত থাকার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি।