ক্যাম্পাস টাইমস-এর ফেইসবুক পেইজ ভেরিফাইড


Dhaka | Published: 2020-07-02 20:18:57 BdST | Updated: 2024-04-28 19:58:10 BdST

২০১৪ সাল থেকে পরিচালিত বাংলাদেশের অন্যতম শিক্ষা ও ক্যাম্পাস ভিত্তিক অনলাইন গণমাধ্যম ক্যাম্পাস টাইমস এর ফেইসবুক পেইজ ভেরিফাইড করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ জুলাই) ফেইসবুক কর্তৃপক্ষ ভেরিফিকেশন মার্ক (ব্লু ব্যাজ) ক্যাম্পাস টাইমসকে প্রদান করে। ক্যাম্পাস ভিত্তিক কোন অনলাইন গণমাধ্যম হিসেবে এই প্রথম কোন বাংলাদেশী গণমাধ্যম ফেইসবুকের কর্তৃক স্বীকৃতি পেল।

ক্যাম্পাস টাইমস সব সময় বাংলাদেশের শিক্ষাঙ্গন ও স্কলারশিপ এর সঠিক তথ্য প্রদান করে থাকে এবং সন্দেহপ্রবণ সংবাদ এড়িয়ে চলে।

এ বিষয়ে ক্যাম্পাস টাইমসের সম্পাদক ইসমাইল হোসেন রাসেল বলেন, ফেইসবুক কর্তৃপক্ষের এ স্বীকৃতির মাধ্যমে আমরা সামনে আরো এগিয়ে যাওয়ার প্রেরণা পাচ্ছি। ক্যাম্পাস টাইমস সবসময় চেষ্টা করবে শিক্ষার্থীদের উপকারে আসে এমন তথ্য পরিবেশন করার।

ক্যাম্পাস টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক এম এ লতিফ জানান, ক্যাম্পাস টাইমস ২০১৪ সাল থেকে শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত প্রয়োজনীয় সংবাদ প্রকাশ করে আসছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্যাম্পাস টাইমসের প্রশংসা করছে এবং তারা নিয়মিত দেশ এবং দেশের বাইরে থেকে ই-মেইলে এবং ইনবক্সে তথ্য প্রেরণ করে থাকে। ক্যাম্পাস টাইমস শিক্ষাভিত্তিক সঠিক তথ্য প্রবাহের ধারা অব্যাহত রাখবে।

ক্যাম্পাস টাইমসের দেশ জুড়ে রয়েছে একঝাঁক মেধাবী সংবাদকর্মী। যারা দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ঘটা নিয়মিত ইভেন্টের সংবাদ মুহূর্তেই পাঠিয়ে থাকেন।