টিকটক কিনতে ট্রাম্পের সঙ্গে মাইক্রোসফটের আলোচনা


টাইমস ডেস্ক | Published: 2020-08-03 18:47:29 BdST | Updated: 2024-05-10 10:28:21 BdST

টিকটকের ইউএস-ভার্সনের মালিকানা কিনতে আলোচনা বন্ধ করেনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। কিছুদিন আগে শুরু হওয়া এই আলোচনা ‘থেমে গেছে’ এমন খবর চাউর হওয়ার পর মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা জানিয়েছেন, বিষয়টি নিয়ে রবিবার তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন।

মাইক্রোসফট বলছে, জাতীয় নিরাপত্তা নিয়ে ট্রাম্প যে শঙ্কার কথা জানিয়েছেন তাতে তাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে।

মাইক্রোসফটকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ছোট ভিডিও বানানোর এই অ্যাপটি অধিগ্রহণ করার আগে কোম্পানিটি নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ খতিয়ে দেখবে।

নিজেদের ব্লগ পোস্টে মাইক্রোসফট লিখেছে, যুক্তরাষ্ট্রের জন্য টিকটক অর্থনৈতিকভাবে কতটা লাভবান হতে পারে তার একটা তালিকা সরকারের কাছে দেয়া হবে।

মাইক্রোসফটের আশা, টিকটকের মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে তারা ১৫ সেপ্টেম্বরের ভেতর আলোচনা শেষ করতে পারবে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ভার্সনও কিনতে চায় মাইক্রোসফট।

চীন সরকারের সঙ্গে টিকটকের যোগসূত্র আছে বলে কয়েক বছর ধরে অভিযোগ করে আসছেন ট্রাম্প। সম্প্রতি তিনি অ্যাপটি নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন।

মাইক্রোসফটের কাছে টিকটক তাদের মালিকানা ছেড়ে দেবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। মাইক্রোসফট বলছে, আলোচনা একদম প্রাথমিক পর্যায়ে।

টিকটকের একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, ‘আমরা কোনো গুজব কিংবা ধারনার বিষয়ে মন্তব্য করি না। টিকটকের দীর্ঘস্থায়ী সাফল্যের ব্যাপারে আমরা আশাবাদী।’