১২ ঘণ্টা পর সাবমেরিন ক্যাবল ইন্টারনেট সংযোগ চালু


টাইমস ডেস্ক | Published: 2020-08-10 17:47:02 BdST | Updated: 2024-05-10 18:59:57 BdST

টানা ১২ ঘণ্টা পর কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট সংযোগ পুনরায় চালু হয়েছে।

স্টেশন কর্তৃপক্ষ জানান, গতকাল কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় এস্কেভেটরের মাধ্যমে মাটি কাটতে গিয়ে স্টেশনের পাওয়ার ক্যাবলের তার কেটে ফেলে স্থানীয় এক ঠিকাদার। এরপর থেকে ওই ষ্টেশন থেকে সারাদেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়‌দের অভিযোগ, সরকারি রাস্তার পাশ দি‌য়ে মা‌টি কাটার সময় ঠিকাদার হো‌সেন মোল্লা‌কে ওই তারের ব্যাপারে বার বার নিষেধ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। দিনভর বৃষ্টি হওয়ার কারণে মেরামতে সময় বেশি লেগেছে বলে দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, রাত ১২টার পর মেরামত শেষে পুনরায় স্বাভাবিক গতিতে ফিরে আসছে ইন্টারনেটে। স্থানীয় লোকজন বালু তুলতে খনন করায় পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছিল। এ সমস্যা হওয়ার পরপরই মেরামত কাজ শুরু করে বিএসসিসিএল।

দেশে যে ব্যান্ডইউথ ব্যবহার করা হয়, তার প্রায় অর্ধেক দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে সরবরাহ করা হয়। ওই লাইন বন্ধ থাকায় ধীরগতির সমস্যা হয়েছিল।