রাইটিং কনটেস্ট-২০২৪


Desk report | Published: 2024-06-10 21:37:05 BdST | Updated: 2024-06-23 08:43:44 BdST

প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সবচেয়ে প্রসিদ্ধ এবং প্রাচীনতম ক্লাব ‘ভয়েস অব বিজনেস’ আয়োজন করছে ‘রাইটিং কনটেস্ট-২০২৪’ যার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সৃজনশীল লিখালিখিতে উৎসাহিত ও অনুপ্রাণিত করা। এইবারের মূল আকর্ষণ হলো বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উৎসুক কলেজের শিক্ষার্থীদেরকেও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, যার মাধ্যমে দেশের অধিকাংশ শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ।

“শিল্পীসত্তার মাধ্যমে সামাজিক মন্তব্য” এইবারের মূল প্রতিপাদ্য বিষয়বস্তু। প্রতিযোগিদের সাম্প্রতিক বা বদ্ধমূল সামাজিক সমস্যা গুলোকে তুলে ধরে কিভাবে ঔ সমস্যা গুলোকে বিভিন্ন শৈল্পিক মাধ্যম যেমন- কবিতা, খুদেগল্প, মঞ্চনাটক, ছবি, গান ইত্যাদির মাধ্যমে সমাধান বা সচেতনতা বৃদ্ধি বা সমস্যাটিকে কমিয়ে আনার প্রচেষ্টাকে উৎসাহিত করা হচ্ছে। লেখকদের তাদের লেখনীতে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে—সেটি হোক সামগ্রিক দৃষ্টিভঙ্গি, বিশেষ কোন বিষয় বা একটি নির্দিষ্ট সামাজিক কারণের উপর কেন্দ্রীভূত হতে পারে। শব্দ সংখ্যা ১০০০ এর মধ্যে সীমাবদ্ধ। অংশগ্রহণের শেষ দিন ১৫ ই জুন, ২০২৪।

শীর্ষ ৩টি লেখনী ‘ভয়েস অব বিজনেস’ এর বাৎসরিক ম্যাগাজিনের ১৩তম সংখ্যায় প্রকাশিত হবে, এবং শীর্ষ ৩ বিজয়ীদের জন্য টেন মিনিট স্কুল থেকে তিনটি দক্ষতাভিত্তিক কোর্স বিনামূল্যে প্রদান করা হবে, এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জন্য নির্বাচিত কোর্সে ২০% প্রোমো ছাড় থাকবে। তাছাড়াও, শীর্ষ ১৩টি লেখনী ভয়েস অব বিজনেস ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রদর্শিত হবে।

প্রতিযোগিতার পুরস্কারসমূহ নিম্নরূপ:
চ্যাম্পিয়ন: ৭,০০০ টাকা
প্রথম রানার-আপ: ৫,০০০ টাকা
দ্বিতীয় রানার-আপ: ৩,০০০ টাকা

সৃষ্টি ও সৃজনশীলতার মাধ্যমে বাংলাদেশের সামাজিক সমস্যা গুলোর সমাধানে থাকুক আপনারও অবদান। ভয়েস অব বিজনেস রয়েছে আপনারই অপেক্ষায়।

প্রতিযোগিতা সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে ইভেন্টের লিঙ্কটি ভিজিট করুন- VoB Writing Contest'24 | Facebook

রেজিষ্ট্রেশন লিঙ্ক- https://forms.gle/5cigfqTYsci1wvLX9