বিক্রি বন্ধ হলো রয়্যাল এনফিল্ডের যে মডেলের


ডেস্ক নিউজ | Published: 2025-05-06 17:18:47 BdST | Updated: 2025-05-19 03:52:43 BdST

বিশ্বের অন্যতম ক্লাসিক মোটর সাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড। প্রিমিয়াম এই মোটর সাইকেল ব্র্যান্ড, দীর্ঘদিন ধরেই তার ক্লাসিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের জন্য মোটর সাইকেল প্রেমীদের মাঝে বেশ জনপ্রিয়।

বাজারে রয়্যাল এনফিল্ডের ব্যাপক চাহিদা থাকলেও সম্প্রতি রয়্যাল এনফিল্ডের স্ক্র্যাম ৪৪০ মডেলটি বিক্রি বন্ধ করে দিয়েছে কোম্পানিটি। যার অন্যতম কারণ হচ্ছে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি।

বিজ্ঞাপন

বাইকটি বাজারে আসার পর ব্যাপক জনপ্রিইয়তা পেয়েছিলো। কিন্তু মাত্র ৫ মাসের মাথায় ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় বাইকটি জনপ্রিয়তা হারাতে শুরু করেছে।

ফলে বর্তমানে রয়্যাল এনফিল্ড কোম্পানি স্ক্র্যাম ৪৪০ মডেলটির বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে।

জানা গেছে, রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০- মডেলটি ‘উডরাফ কী; নামের এক যান্ত্রিক ত্রুটির ফলে ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যার ফলে মোটর সাইকেলটি কিছুক্ষণ চলার পর বন্ধ করা হলে তা পুনরায় স্টার্ট করতে ব্যর্থ হচ্ছেন চালকরা। ইঞ্জিন চলার সময় কোনো সমস্যা না হলেও যখন মোটর সাইকেলটি থামানো হয় এবং ইগনিশন বন্ধ করা হয়, তখন মোটর সাইকেলটির ইঞ্জিন আর স্টার্ট হয় না। এই সমস্যা গ্রাহকদের রাইডিং অভিজ্ঞতা এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে।

যদিও এই সমস্যার সম্মুখীন হয়েছে মোট বিক্রিত মোট স্ক্র্যাম ৪৪০ মডেল সাইকেলের মাত্র ২ শতাংশ। তবুও গ্রাহকদের নিরাপত্তা এবং রাইডিং অভিজ্ঞতার কথা বিবেচনা করে রয়্যাল এনফিল্ড কোনো ঝুঁকি নিতে চায়নি। তাই রয়্যাল এনফিল্ড কোম্পানিটি স্ক্র্যাম ৪৪০ মডেলটির বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

তবে খুশির খবর হলো- ইতোমধ্যেই রয়্যাল এনফিল্ড কোম্পানিটি এই ত্রুটিপূর্ণ উপাদান প্রতিস্থাপনের জন্য নতুন উডরাফ কী পাঠানো শুরু করেছে, যা গ্রাহকদের মোটর সাইকেলে স্থাপন করা হবে। তবে সমস্যাটি সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত কোম্পানিটি স্ক্র্যাম ৪৪০-এর বিক্রি এবং বুকিং স্থগিত করেছে।

কোম্পানি এখনও বুকিং এবং ডেলিভারি পুনরায় শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে সম্ভবত আগামী মাস থেকে এটি পুনরায় শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।