
মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে জরিমানা করেছে রাশিয়ার মস্কোর একটি আদালত। সরকার বিরোধী কনটেন্ট সরাতে অস্বীকৃতি জানানোয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে স্থানীয় মুদ্রায় ৭ মিলিয়ন রুবল বা ৮০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে আদালত। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
রাশিয়া সরকারের তরফ থেকে টেলিগ্রামকে এমন কিছু কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় যেখানে সন্ত্রাসী হামলা ও রাশিয়ার সরকারকে উৎখাতের উদ্দেশ্যে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু টেলিগ্রাম তা করতে রাজি হয়নি। এই প্রেক্ষিতে সরকার আদালতের দ্বারস্থ হলে মস্কোর আদালত টেলিগ্রামকে অর্থদণ্ড দিয়ে রায় দেয়।
আদালত থেকে প্রাপ্ত নথির ওপর ভিত্তি করে তৈরি তাসের প্রতিবেদনে বলা হয়েছে যে, চরমপন্থী কার্যকলাপের আহ্বান সম্বলিত কনটেন্ট ও চ্যানেল অপসারণ করতে ব্যর্থ হয়েছে টেলিগ্রাম মেসেঞ্জার ইনকরপোরেটেড।
আদালতের নথিতে তালিকাভুক্ত বেশ কিছু চ্যানেলে রাশিয়া সরকারকে উৎখাতের লক্ষ্যে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাসের প্রতিবেদনে। পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীকে সাহায্য করতে রেলপথে সন্ত্রাসী হামলা চালানোরও আহ্বান জানানো হয় এই চ্যানেলগুলোতে।
আদালতে জরিমানার বিষয়ে টেলিগ্রামের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। রয়টার্সের তরফ থেকে এ সম্পর্কে জানতে চেয়ে যোগাযোগ করা হলেও টেলিগ্রাম কোনো প্রত্যুত্তর করেনি।
টেলিগ্রাম মেসেঞ্জার হচ্ছে ক্লাউডভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে ইন্সট্যান্ট মেসেজিং সেবা প্রদান করা হয়। রাশিয়ায় জন্ম নেওয়া পাভেল দুরভ ২০১৩ সালে তৈরি করেন এই অ্যাপটি। বর্তমানে দুবাইভিত্তিক এই প্ল্যাটফর্মটিতে যুক্ত আছে প্রায় ১০০ কোটি ব্যবহারকারী। উল্লেখ্য, রাশিয়া, ইউক্রেনসহ প্রাক্তন সোভিয়েত রিপাবলিকভুক্ত দেশগুলোতে অ্যাপটির জনপ্রিয়তা আকাশছোঁয়া।
তথ্যসূত্র: রয়টার্স