টেস্ট র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানেরও পেছনে বাংলাদেশ


টাইমস ডেস্ক | Published: 2020-05-01 23:43:52 BdST | Updated: 2024-05-04 02:14:55 BdST

আইসিসির ঘোষিত সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে আফগানদের পিছনে রয়েছে টাইগাররা। বর্তমানে আফগানিস্তানের রেটিং ৫৭ এবং বাংলাদেশের ৫৫। এতে নবম স্থানে উঠে এসেছে আফগানরা। আর বাংলাদেশ রয়েছে ১০ম স্থানে। সবশেষ ৭ ম্যাচে ৬ টেস্ট হেরেছে বাংলাদেশ। যার মধ্যে ৫টিতেই ইনিংস ব্যবধানে হারের লজ্জা পায় মুশফিক, তামিমরা।

তবে টেস্টে পিছিয়ে পড়লেও ওয়ানডে ক্রিকেটে আগের মতোই সপ্তম স্থানে আছে বাংলাদেশ। উন্নতি হয়েছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। এ সংস্করণে এক ধাপ উপরে উঠে এসেছে টাইগাররা। আটে রয়েছে তামিমরা।

তবে বড় পরিবর্তন এসেছে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের শীর্ষস্থানে। সেই ২০১৬ সালে প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছিল ভারত। এরপর গত চার বছর একক রাজত্বই করেছে দলটি। সদ্য ঘোষিত র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছে বিরাট কোহলির দল। আবারো শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ২য় অবস্থানে আছে নিউজিল্যান্ড। ৩য় অবস্থানে ভারত।

অপরদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড, ২য় অবস্থানে ভারত, ৩য় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি সংস্করণের শীর্ষস্থানে অস্ট্রেলিয়ার পরে ২য়তে রয়েছে ইংল্যান্ড, তিনে আছে ভারত।

এসকে/ ০১ মে ২০২০