ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আর্জেন্টিনার সমর্থক !


ঢাবি টাইমস | Published: 2018-05-20 10:30:26 BdST | Updated: 2024-03-29 18:03:14 BdST

আগামী ১৪ জুন শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ ফুটবল-২০১৮। এবারের বিশ্বকাপ ২১তম আসর। বরাবরের মতো এবারও দেশের ফুটবলপ্রেমীরা প্রধানত দুইভাগে বিভক্ত। তাদের উৎসাহ-উদ্দীপনা-উত্তেজনা ব্রাজিল আর আর্জেন্টিনাকে ঘিরে। এছাড়া জার্মানি, স্পেন ও ফ্রান্স ঘিরেও কিছু সমর্থক আছে। তবে তাদের মধ্যে কোনো উত্তেজনা নেই। ব্রাজিল আর আর্জেন্টিনাকে ফাইনালে মুখোমুখি দেখতে চান বাংলাদেশের অধিকাংশ মানুষ। তাই প্রিয় দলের প্রতি নিজেদের সমর্থনের প্রমাণ দিতে চলছে নানা প্রতিযোগিতা। 

পুরান ছবি 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে শুরু গয়ে গেছে ফুটবল উন্মাদনা। তবে এ উন্মাদনা এখন অফলাইনের চেয়ে অনলাইনে বেশি। ঢাবির বিভিন্ন হলে ঘোষণা করা হচ্ছে সমর্থক গোষ্ঠীদের কমিটি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এক্ষেত্রে পিছিয়ে নেই।

তবে উন্মাদনা ঢাবিতে একটু বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কোন দল বেশি সমর্থন করেন? এ রকম প্রশ্ন করলেই কেউ বলেন ব্রাজিল আবার কারো মতে আর্জেন্টিনা। তবে এখন এ বিষয়ে আর অনুমানের উপর নির্ভর করতে হবে না। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্লাটফর্ম 'ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে' একটি অনলাইন ভোটের আয়োজন করেন পরিবারটির এডমিন মোরাকাব্বির খান প্রবাস।

অনলাইন ভোট 

সেখানে প্রশ্ন রাখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে কোন দলের সমর্থক বেশি? তাতে দেখা গেছে ১ হাজারেরও বেশি ভোটে ব্রাজিল থেকে এগিয়ে আছে আর্জেন্টিনার সমর্থকরা। আর্জেন্টিনা পেয়েছি ৫হাজারেরও বেশী ভোট আর ব্রাজিল পেয়েছে ৪ হাজার ভোট। ৩য় অবস্থানে আছে জার্মানি। 

এসব সমর্থকরা মনে করেন এবার কাপ নিবে আর্জেন্টিনা, ব্রাজিল অথবা জার্মানি। 

পুরান ছবি 

তাদের এই জরিপের সাথে অনেকটাই মিল পাওয়া গেছে আর্জেন্টিনার টেলিভিশনের করা একটি জরিপের।আর্জেন্টিনার স্পোর্টস চ্যানেল TNT Sports এর জরিপে মাত্র ৪ ভাগ আর্জেন্টাইন মনে করেন এবারে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আর্জেন্টিনা এগিয়ে, আর ২৪ ভাগ আর্জেন্টাইন মনে করেন এবার সবচেয়ে ফেভারিট জার্মানি ১৯ ভাগ মনে করেন ব্রাজিল  আর ১৬ ভাগ মনে করেন স্পেন।

জরিপ 

বিদিবিএস 

//