ব্রাজিলকেই ফেভারিট মানছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


ক্যাম্পাসটাইমসের বিশেষ প্রতিবেদন | Published: 2018-05-25 23:37:21 BdST | Updated: 2024-09-12 21:06:27 BdST

সমর্থনের জরিপে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ফুটবল বিশ্বকাপ ২০১৮তে ব্রাজিলকেই ফেভারিট মানছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ভক্তরা। ক্যাম্পাসটাইমসের এক জরিপে এরকম তথ্য উঠে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ টি হলের ৫০০ জন শিক্ষার্থীর সঙ্গে অনলাইন ও সরাসরি কথা বলেছেন ক্যাম্পাসটাইমসের নির্ধারিত ১০ জন প্রতিনিধি। ২০ থেকে ২৫ মে পর্যন্ত এ জরিপ চালানো হয়। ৫০০ জনের মধ্যে ৩৫৫ জনই মনে করেন ২০১৮ এর বিশ্বকাপে ব্রাজিলই ফেভারিট। তারা বলছেন স্বয়ং আর্জেন্টিনার মেসিও ব্রাজিলকে ফেভারিট মনে করেন। 

আর ৯৬ জন মনে করেন বিশ্বকাপ জিতবে জার্মানি অথবা স্পেন। মাত্র ৫৪ জন মনে করেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে।

ব্রাজিল দল 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ব্রাজিলের যে কেউ যেকোনো দলকে ধ্বংস করার ক্ষমতা রাখে। নেইমার, কৌতিনহো, গ্যাব্রিয়েল জেসুস, পাউলিনহোসহ অনেকেই বেশ ভালো। তাছাড়া সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। পুরো দলটাই একই সুরে বাঁধা। তাই আমরা মনে করি ব্রাজিলেরও রাশিয়া থেকে কাপ নিয়ে যাওয়ার ক্ষমতা আছে।’ 

শিক্ষার্থীরা বলেন, নেইমারের কারণে ব্রাজিলকে শক্তিশালী দল। ‘নেইমারের অন্তর্ভুক্তিতে ব্রাজিল বেশ ভালোই শক্তিশালী দল। সে বিশ্বের সেরা তিনজন ফুটবলারের একজন। সে এই মুহূর্তে তাঁর ক্যারিয়ারের সেরা সময় অতিক্রম করছে। তবে তাকে ঘিরে একটি শক্তিশালী দলই দরকার।’

আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আর্জেন্টিনার সমর্থক!

মুহসিন হল

এদিকে, সবাইকে চমকে দিয়ে আর্জেন্টিনার বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি হাঁটছেন উল্টো পথে। নিজের দেশ নয়, ‘বন্ধু’ নেইমারের ব্রাজিলকেই ফেভারিট মানছেন এলএমটেন। আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলকে বিশাল এক সাক্ষাতকার দিয়েছেন মেসি। সেখানে নেইমার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়েও। কোনো রকম ভণিতা না করে বলেছেন, কাপ জিততে পারে নেইমার-পেলের দেশও। মেসি বলেন, ‘আমি জানি ব্রাজিল এবার দারুণ ফর্মে আছে। বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করেই বিশ্বকাপে এসেছে। তবে তাদের কিছুটা দুর্ভাগ্য এই সময়ে চোট পেয়েছেন নেই (ব্রাজিল তারকাকে এই নামেই ডাকেন মেসি) ।’

তবে পরক্ষণেই বার্সেলোনা সুপারস্টারের সংযোজন, ‘নেইমারের চোটের কথা মাথায় রেখেও বলছি তারা কাপ জিততেই পারে। আর চোট থাকলেও আমার ধারণা নেইমার দ্রুত সুস্থ হয়ে উঠবে। রাশিয়াতে তাকে সেরা ফর্মেই দেখব বলে আমার বিশ্বাস।’এখানেই থামেননি মেসি। সঙ্গে যোগ করেছেন, ‘দল হিসেবেও ব্রাজিল খুবই ভালো। সেই সঙ্গে অসাধারণ কিছু ফুটবলারকে পাচ্ছে তারা।'

জগন্নাথ হল

রাশিয়া বিশ্বকাপ উপলক্ষ্যে ইতোমধ্যে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। ফুটবল বিশ্লেষকদের দাবি, ২১ বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক দলটি বেশ ভারসাম্যপূর্ণ এবং হট ফেভারিট। একই মত ব্রাজিল কোচ তিতেরও। আত্মবিশ্বাস চিত্তে সাফ জানিয়ে দিলেন, ‘এবারের বিশ্বকাপের অন্যতম ‘ফেবারিট’ তার দল।’ ‘আমি বিশ্বাস করেই এ কথা বলছি। আমার এই কথাকে কেউ যেন দম্ভোক্তি মনে না করেন।’

এদিকে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনা মনে করেন, নাইজেরিয়া, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া তার দেশের জন্য সহজ প্রতিপক্ষ হবে না।‘আমার অনেক সন্দেহ, অনেক। আমার মনে হয় প্রথম রাউন্ডেই তারা বিদায় নেবে। প্রতিপক্ষ হিসেবে নাইজেরিয়া, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া অনেক কঠিন হবে।’ বলেন ম্যারাডোনা। ম্যারাডোনার দাবি, আর্জেন্টিনার এই দলটির কোনো কৌশলই নেই, ‘এমন একটা দল, যাদের অভিজ্ঞতা নেই, কোনো নেতা নেই, কোনো পরিকল্পনা নেই। আমার মনে হচ্ছে আমরা সম্মান হারানোর ঝুঁকি নিচ্ছি।’

প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন ওয়ালি খান রাজু, আব্দুল্লাহ শাহেদ, আশিক বিল্লাহ, শাহনেওয়াজ, রাসেল আহমেদ, মাহমুদ, বাশার, কাউসার এবং বাশার। ব্রাজিলের পতাকা সম্বলিত ছবিটি তুলেছেন- সৈকত মজুমদার।

বিদিবিএস