করোনা নেগেটিভ সাকিব আল হাসান


টাইমস ডেস্ক | Published: 2020-09-05 04:38:48 BdST | Updated: 2024-04-27 17:30:45 BdST

করোনাভাইরাস (কোভিড- ১৯) নেগেটিভ সাকিব আল হাসান। দেশে ফিরে করোনা পরীক্ষায় সুখবর পেলেন বাংলাদেশ অলরাউন্ডার।

বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে তার বাসা থেকে নমুনা নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার বিকেলে জানা যায় করোনাভাইরাস মুক্ত সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, সাকিবের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়। যেহেতু তিনি যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা এসেছেন, তাই তাকে করোনা টেস্ট দিয়েই বিমানে উঠতে হয়েছে।

সেক্ষেত্রে শুধু আইসোলেশনে থাকলেই যথেষ্ট ছিল। কিন্তু ঝামেলা আরেক জায়গায়। আগামী ৫ই সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে একান্তে নিবিড় অনুশীলন করবেন সাকিব। আর করোনা টেস্টে ‘নেগেটিভ’ রিপোর্ট নিয়ে তবেই বিকেএসপিতে প্রবেশের অনুমতি পাবেন তিনি।

সেখানে ফিটনেসের পাশাপাশি করবেন স্কিল ট্রেনিং। দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম এবং মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে থাকবেন তিনি।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অক্টোবরের ২৯শে তারিখ থেকে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ অলরাউন্ডারের প্রত্যাবর্তন হতে পারে।