আন্ত-বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


টাইমস অনলাইনঃ | Published: 2017-09-28 04:30:17 BdST | Updated: 2024-05-20 16:09:50 BdST

জোবায়ের কামাল: ব্রাক বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্ত-বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

তিন দিন ব্যাপী এই দাবা প্রতিযোগীতা ২৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হয়।

এ প্রতিযোগীতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বমোট নয়টি ম্যাচে অংশগ্রহণ করে ১৭.৫ পয়েন্ট নিয়ে দলগতভাবে শীর্ষ স্থান লাভ করে ।

প্রথম বারের মত আয়োজিত এ দাবা প্রতিযোগীতায় দেশের ১৫টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে আগত ২০টি দল অংশগ্রহণ করে।

এ প্রতিযোগীতায় বিজয়ী দলের পক্ষে অংশগ্রহণ করেন অর্থনীতি বিভাগের অনিক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তাওহীদ, বাংলা বিভাগের সরসী, আইআইটি বিভাগের সীমান্ত এবং ইএমবিএ কোর্সের শিক্ষার্থী শাহরিয়ার।

প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের পরিচালক সায়েদা সারোয়ার আবেদ।

এছাড়াও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টসের জেনারেল ম্যানেজার এ কে এম সাদেক নেওয়াজ, দেশের প্রথম গ্রান্ডমাষ্টার নিয়াজ মোর্শেদ ও ব্রাক বিশ্ববিদ্যালয় চেজ ক্লাবের উপদেষ্টা সামসুদ্দোহা প্রমুখ।


এমএসএল