ঢাবি আন্তঃবিভাগ ফুটবলের সেমিফাইনালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ


ঢাবি টাইমস | Published: 2017-11-01 00:22:26 BdST | Updated: 2024-04-19 10:33:56 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে গতবার প্রথম রাউন্ডে বাদ পড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। মঙ্গলবার সকাল ৯.১৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কোয়ার্টার ফাইনালে ব্যাংকিং বিভাগকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।

খেলা শুরু ১০ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোলের সূচনা করে সুর কৃষ্ণ চাকমা। এরপর জাহিদের ফ্রি-কিক থেকে আসে দলের দ্বিতীয় গোলটি । আর দ্বিতীয়ার্ধে দিদারুল আলম দুটি গোল করে দলের সেমিফাইনাল নিশ্চিত করেন। সেমিফাইনালে আগামী শুক্রবার বিকেল ৩ টায় মুখোমুখি হবে ইসলামের ইতিহাস ও টুরিজম এন্ড হসপিটালিটি বিভাগ।

খেলা শেষে অধিনায়ক আলামিন হোসেন বলেন, গতবার আমাদের দল প্রথম রাউন্ডে বাদ পড়ার কষ্টকে শক্তিতে রুপান্তর করে এগিয়ে যাচ্ছি আমরা। প্রত্যেক খেলোয়ার নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা এবং মাঠে ভালো বোঝাপড়ার কারণে দারুণ এক জয় আনতে সক্ষম হয়েছি। বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমাদের টিমই চ্যাম্পিয়ন হবে বলে মনে করি। তিনি মাঠে উপস্থিত সকল দর্শককে ধন্যবাদ জানিয়ে বলেন, দর্শকই খেলার প্রাণ। মাঠের বাইরে তাদের সার্পোট প্রতিটি খেলোয়ারকে উজ্জীবিত করে দারুণ ভাবে। ফলে পরবর্তী খেলায় এর চেয়ে বেশী দর্শক মাঠে টানতে সকল পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান টিম-ম্যানেজমেন্ট।

এমএসএল