রাতে মাশরাফির ঘরে এসে দুঃখপ্রকাশ শুভাশিসের


খেলার টাইমস | Published: 2017-11-09 16:41:35 BdST | Updated: 2024-05-20 11:43:22 BdST

চিটাগং ভাইকিংস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচের সময় মাশরাফি এবং শুভাশিস রয়ের মধ্যে দ্বন্দ্বের ঘটনা নিয়ে বুধবার (০৮ নভেম্বর) তোলপাড়ের মধ্যে প্রথমেই ফেসবুক লাইভে আসেন মাশরাফি। পরে রাতে হোটেলে মাশরাফির রুমে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন শুভাশিস। এরপরই ফেসবুক লাইভে দেখা যায় শুভাশিসকে।

শুভাশিসের ফেসবুক একাউন্ট থেকে হলেও লাইভে শুরুতেই আসেন বিপিএলে শুভাশিসের সতীর্থ তাসকিন আহমেদ। তাসকিন বলেন, 'আজকে আমরা খুবই মজার একটা ম্যাচ জিতেছি। এরমধ্যে শুভাশিস ভাইয়ের একটা ইনসিডেন্ট হয়ে গেছে। এটা আসলে খেলার মাঠে ভুলে হয়ে গেছে। তাই শুভাশিস ভাই কিছু বলতে চায়।'

এরপর শুভাশিসের দিকে ক্যামেরা ঘোরাতেই হাসতে হাসতে তাসকিনকে শুভাশিস বলেন, 'আমি কিছু বলতে চাই না।'

'আমরা লাইভে আছি' তাসকিনের এমন কথার পর শুভাশিস বলেন, আমি কি বলবো।

এরপর কথা বলার জন্য পাশে থাকা মাশরাফিকে ক্যামেরার সামনে টেনে আনে শুভাশিস। বলেন, 'ভাই আপনি বলে দেন।'

হাস্যোজ্জ্বল মাশরাফি সালাম দিয়ে কথা শুরু করেন। বলেন, 'আশা করি সবাই ভালো আছেন। আমি আর ও (শুভাশিস) পুরোপুরি ঠিক আছি। আপনারাও ঠিক থাকেন, শান্তিতে থাকেন। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আর অবশ্যই জয়ী দলে থাকার জন্য তাকে (পেছনে দাঁড়ানো শুভাশিসের দিকে ইঙ্গিত করে) অভিনন্দন। সে খুবই প্রতিশ্রুতিশীল। ইনশাল্লাহ সে সামনে বাংলাদেশের হয়ে অনেক ভালো খেলবে। এই দোয়া আমি করি, আপনারাও করবেন। ধন্যবাদ।'

এরপর শুভাশিসকে কিছু বলার জন্য ক্যামেরা তার দিকে ঘোরেতেই একটাই কথা বলেন তিনি। 'সরি ভাই, সরি ভাই।'

এরআগে রাতে শুভাশিষ প্রসঙ্গে ফেসবুক লাইভে এসে কথা বলেন মাশরাফি। পাঠকদের জন্য তাঁর কথা হুবহু তুলে ধরা হলো,

'আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাই চিটাগাং ভাইকিংসকে। আমাদের সাথে ভালো খেলে তারা জিতেছে। ব্যাট, বল দুইটাতেই তারা দারুণ ক্রিকেট খেলেছে যেটা আমরা অবশ্যই খেলতে পারিনি। হ্যাঁ, কিছু বিশেষ সময়ে আমরা ভালো খেলেছি কিন্তু ওভারঅল ম্যাচটা তাদের প্রত্যাশিত জয় ছিলো। আসলে যে জন্য ভিডিওটা করা সেটা আমার কাছে মনে হচ্ছে যে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এইজন্যই বলছি যে, মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক কিছু পেয়েছি। একইসাথে আমি মনে করি, শুভাশিসও বাংলাদেশের হয়ে খেলে। তারও ভালোবাসা প্রাপ্য। মাঠে যেটা হয়েছে, আমি প্রেস কনফারেন্সে বলে এসেছি যে আমি দুঃখিত। হয়তো বা একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার ওইভাবে প্রতিক্রিয়া দেখানো উচিৎ হয়নি। কারণ, শুরুটা বলতেই পারেন আমার থেকে হয়েছে। সে হয়তো বলটা ধরে থ্রো করতে চেয়েছিলো কিন্তু আমি যদি ওইভাবে রিয়্যাকশানটা না দিতাম হয়তো ও চলে যেতো। তাই আমার জায়গা থেকে আমি সরি বলেছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন। আমি মনে করি, মাঠের জিনিসটা মাঠে রাখাই ভালো।'

সে খুবই প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার। এমন নয় যে সে কোথাও থেকে আসছে এবং খেলছে। সে অনেক লড়াই করে বাংলাদেশের হয়ে খেলছে, যেটা একই সাথে আমিও খেলছি। আমি একজন সাধারণ মানুষ হিসেবেও যদি বলি, আমি যতটুকু সম্মান পাই বা পাচ্ছি তারও সেটা প্রাপ্য।'

আজকে মাঠে যে ঘটনা ঘটেছে এমন অনেক ঘটনাই ঘটেছে এর আগে। যেটা আমরা স্বাভাবিকভাবেই নিয়ে থাকি। কেন আজকে নিতে পারছি না আমি জানি না। আমি শুভাশিসের কাছে এই জন্য ক্ষমা চাচ্ছি যে, অবশ্যই ও আমার ছোটভাই। তো ওকে ওইভাবে আমার বলা ঠিক হয়নি বা ওইভাবে শুরুটা করা উচিৎ হয়নি। তাহলে হয়তো ওর মাথাটাও ঠাণ্ডা থাকতো। কারণ, ওই সময় এমন একটা পরিস্থিতি ছিলও, দুই টিমেরই জেতা সিচুয়েশন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি।

আজকে মাঠে যে ঘটনা ঘটেছে এমন অনেক ঘটনাই ঘটেছে এর আগে। যেটা আমরা স্বাভাবিকভাবেই নিয়ে থাকি। কেন আজকে নিতে পারছি না আমি জানি না। আমি শুভাশিসের কাছে এই জন্য ক্ষমা চাচ্ছি যে, অবশ্যই ও আমার ছোটভাই। তো ওকে ওইভাবে আমার বলা ঠিক হয়নি বা ওইভাবে শুরুটা করা উচিৎ হয়নি। তাহলে হয়তো ওর মাথাটাও ঠাণ্ডা থাকতো। কারণ, ওই সময় এমন একটা পরিস্থিতি ছিলও, দুই টিমেরই জেতা সিচুয়েশন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি।

প্লিজ, আপনাদের কাছে একটাই অনুরোধ। এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে এটাকে এখানেই শেষ করেন। একই সাথে আমি অনুরোধ করবে, সেও বাংলাদেশের হয়ে খেলছে, আমিও খেলছি, আর দশজনও খেলছে। মাঠের ভেতর যেটা হয় সেটা বাইরে এসে ভুলে যাই। শুভাশিস অবশ্যই আমার টিমমেট একই সাথে আমার ছোট ভাই। অতএব এটা অবশ্যই আমরা মনে রাখবো না। আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি না করলেই আমার মনে হয় জিনিসটা এখানেই শেষ হয়ে যাবে। আপনাদের কাছে হাত জোড় করে আমি বলছি, জিনিসটা আর বাড়তে দিবেন না। তাহলে সেটা শুভাশিস বা আমার-কারো জন্যই ভালো হবে না। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ।'

নববিবাহিত তাসকিনের জন্য শুভকামনা জানিয়ে লাইভ শেষ করেন মাশরাফি।

প্রসঙ্গত বুধবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের দেয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করছিলো রংপুর রাইডার্স। ১৭তম ওভারে বল করছিলেন শুভাশিস রয়। দারুণ এক ইয়র্কার ঠেকালেন ব্যাটসম্যান মাশরাফি। নিজেই ফিল্ডিং করে বল মাশরাফির দিকে ছুড়ে মারতে উদ্যত হলেন শুভাশিস। মাশরাফি হাত ইশারা করলেন। সম্ভবত বলতে চাইলেন, ‘যা’। ঘটনা স্বাভাবিকই মনে হচ্ছিলো। কিন্তু মাশরাফির ইশারার পর তেলেবেগুনে জ্বলে উঠলেন শুভাশিস। তেড়ে যান মাশরাফির দিকে। এরপর ঘটনাটি নিয়ে শুরু হয় তোলপাড়।

এসজে/ ০৯ নভেম্বর ২০১৭