বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে মেসি


খেলার টাইমস | Published: 2017-11-26 17:12:44 BdST | Updated: 2024-05-20 12:28:59 BdST

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি নাও করতে পারেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। এ বিষয়টি নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো কম খবর ছাপেনি। শেষ পর্যন্ত সবার সব শঙ্কা দূর করে দিয়ে এই আর্জেন্টাইন তারকা কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করে ফেলেছেন।

বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, মেসি সঙ্গে তারা নতুন চুক্তি করেছে ২০২০-২১ মৌসুম পর্যন্ত। মেসির বাইআউট ক্লজ ধরা হয়েছে ৭০ কোটি ইউরো।

মাত্র ১৩ বছর বয়সে মেসি বার্সেলোনায় যোগ দেন। ২০০০ সালে বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দেন তিনি। এর পর ২০০৪ সালে যোগ্যতার প্রমাণ দিয়ে মূল দলে জায়গা করে নেন এই আর্জেন্টাইন তারকা। এর পর থেকেই তিনি হয়ে ওঠেন বার্সার নয়নের মণি।

বার্সার হয়ে মেসির অর্জন কম নয়। পাঁচবার ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন। এবার নিয়ে চারবার জিতেছেন গোল্ডেন সু। দলকেও কম সাফল্য এনে দেননি। এখন পর্যন্ত ৬০২ ম্যাচ খেলে ৫২৩ গোল করেছেন। আর লা লিগার আটটি ও চ্যাম্পিয়নস লিগের চারটি শিরোপা জিতিয়েছেন। এ ছাড়া অন্য অনেক শিরোপা তো রয়েছেই।

আরএম/ ২৬ নভেম্বর ২০১৭