নতুন কোচ ছাড়াই প্রস্তুত তিন অধিনায়ক


খেলার টাইমস | Published: 2017-12-10 04:51:46 BdST | Updated: 2024-05-20 09:10:46 BdST

বাংলাদেশ দলের নতুন কোচ কে হচ্ছেন সেটি নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই! বিসিবির কাছে কোচ নিয়োগের পরীক্ষা দিয়ে গেছেন রিচার্ড পাইবাস। শনিবার রাতে এসে রোববার দুপুরে পরীক্ষায় বসবেন ফিল সিমন্স। তারপর নাজমুল হাসান পাপনের নেতৃত্বে পরিচালকরা বসবেন নতুন মেয়াদের প্রথম বোর্ড সভায়। সেখানে কোচ ইস্যুতে সিদ্ধান্ত হবে। তবে কোচের ঘোষণা না আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ব্যাটে-বলে পুরোপুরি না মিললে কোচ নিয়োগ তাড়াহুড়া করবে না বিসিবি। টাইগারদের তিন ফরম্যাটের তিন অধিনায়কও ভরসা দিচ্ছেন, তাতে সমস্যার কিছু থাকবে না।

শনিবার বাংলাদেশের তিন অধিনায়কের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। উপস্থিত ছিলেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল, স্বল্পমেয়াদী স্পিন কোচ সুনীল যোশি ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সেখানে মাশরাফী, সাকিব, মুশফিকদের সঙ্গে আলোচনার পরই মনোভাবে পরিবর্তন এসেছে বিসিবি সভাপতির। প্রয়োজনে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ নতুন কোচ ছাড়াই খেলার আত্মবিশ্বাস দেখিয়েছেন অধিনায়ক-ত্রয়ী। টিমের সাপোর্টিং স্টাফদের মাঝেও পেয়েছেন দল পরিচালনার সাহস।

‘তিন অধিনায়কের সঙ্গে বসেছিলাম, তাদের সকলকে (হ্যালসল, যোশি, সুজন) নিয়ে; যে তারা একসাথে সামলাতে পারবে কিনা। তারা আত্মবিশ্বাস নিয়ে জানিয়েছে, পারবে এবং তাদের কোন তাড়া নেই। তারা জানিয়েছে আসন্ন সিরিজের আগে তাড়াহুড়ো করে কোন কোচ দরকার নেই। এখন আমরা ধীরে ধীরে সম্ভাব্য সেরা কোচ নিয়োগের দিকে আগাতে পারি।’

‘তার মানে এই না, আমরা কোচ নিচ্ছি না। কাল-পরশুও কোচ নিতে পারি। এটা ভিন্ন ইস্যু। আমি ওদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বললাম। যদি কোন কারণে কোচ না পাই, সময়টা যদি হয় সিরিজের ঠিক আগে; তখন কী পরিকল্পনা করবে? সেজন্য আমরা যেন সব প্রস্তুতি নিয়ে রাখতে পারি, তারা যেন সব পরিকল্পনা করে রাখতে পারে সেটা নিয়েই কথা হয়েছে।’ যোগ করেন বোর্ড সভাপতি।

‘ওদেরকে এজন্য এটা বলেছি, যাতে সামনের সিরিজ নিয়ে ওরা নিজেরা মিলে এখন থেকেই একটা পরিকল্পনা করে ফেলে। সবার আগে জানতে চেয়েছি ওরা আত্মবিশ্বাসী কি না। সকলে এক বাক্যে বলেছে শতভাগ আত্মবিশ্বাসী। যে সামনের সিরিজটা ওরা নিজেরাই করতে পারবে। এজন্য কার কী চাওয়া, কী পরিকল্পনা, কিভাবে কাজ করলে ভাল হবে, কবে থেকে ক্যাম্প শুরু হবে, এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে।’

কোচিং স্টাফদের মধ্যে বাংলাদেশে আসা বাকি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং ট্রেনার মারিও ভিল্লাভারায়নের। ১৫ ডিসেম্বর ঢাকায় আসার কথা তাদের। ২৪ ডিসেম্বর শুরু হতে পারে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। পূর্ণাঙ্গ সিরিজটিতে রয়েছে ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টি। বিপিএলের পঞ্চম আসরের পর্দা নামবে ১২ ডিসেম্বর। পরে দুই সপ্তাহের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তবে ২০ ডিসেম্বর শুরু হওয়া জাতীয় লিগের শেষ রাউন্ডে দেখা যেতে পারে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে। সূত্র: চ্যানেল আই।

এসজে/ ০৯ ডিসেম্বর ২০১৭